পোস্টগুলি

2018 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আহবান

ছবি
                                                        হঠাৎ দেখি দুচোখ মেলে                              ছোট্ট মাঠে কে যে খেলে                              একপা দুপা মিলিয়ে বেগে                              রক্তবর্ণ কপোল, রেগে                              রাঙ্গিয়ে তলার ভূমী                              মিষ্টি একটা তুমি ।                    আমি ছিলাম মাথার’পরে                    ব্যস্তপদে ঘরে বাইরে                    খানিক থেমে দেখেছি খেলা                    ভর চৈত্র্যের দুপুরবেলা                    ঠায় তাকিয়ে খেলা না কুলায় আড় চোখে কেউ দৃষ্টি বুলায় ।   হঠাৎ চোখেই আটকে গেলাম না চাইতেও দেখলে পেলাম অলীক কিছু কল্পফাঁদে আটকে গেছি মায়ার বাঁধে । বাঁধ ছাড়িয়ে আসতে গিয়ে অনেক কথা লুকিয়ে নিয়ে কেমন করে অন্যকোণে আটকে দিলে সন্তর্পণে । খুব বেশি তো চাইনি আমি মুখ ফিরিয়েও নাওনি তুমি ছোট্ট করে তুমি আমি তে মিষ্টি একটা ‘আমরা’ হবে ??? খানিক থেমে মুখ লুকিয়ে অচিন ভাষার গানের সুরে বললে তুমি হতেই পারি ‘আমরা’ কথা মিষ্টি ভারি ।