পোস্টগুলি

ডিসেম্বর, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ডায়েরি

" আমি একটা জিন্দা লাশ কাটিস না রে জংলার বাঁশ আমার লাইগা সাড়ে তিন হাত কবর খুঁড়িস না আমি পিরিতের অনলে পোড়া মরার পরে আমায় পুড়িস না........... ১৮ তলার দক্ষিণের ঘরটা বৃদ্ধার....আপন মনে পুরোনো মোবাইলে প্লে লিস্ট এগিয়ে চলছে... ঠিক বৃদ্ধা নয়, বয়সটা যেন খাতা কলমেই বেড়েছে শুধু, আর চশমার পাওয়ারে। ইচ্ছেগুলো সেই কিশোর বয়সেই আটকে আছে। বার্ধক্য ঠিক ধরি ধরি করেও যেন ধরতে পারছেনা। চোখের মায়াতে এতটুকুও ভাটা পড়েনি, ঠোঁটের হাসিটা আজও যে কোন ডায়াবেটিক রোগীর জন্য খানিক বিপজ্জনকই রয়ে গেছে। তবু বয়স থেমে নেই। কৈশর কেটেছে বহুক্রোশ দূরের সেই বাংলায়.... তখন থেকেই ইচ্ছা ইগলের পাখায় চেপে শুণ্যে, অনেক দূর পথ পাড়ি দেওয়ার। তিন দশকে কখনো দেশে ফেরার জন্য ঘুনাক্ষরেও মন টানেনি। আজ কেন জানি সব ফাঁকা ফাঁকা লাগে..... এত বছর পর। এখানে সুখ আছে, সমৃদ্ধি আছে, বাহারী রঙ আছে। কিন্তু শান্তি নেই, রঙ গায়ে লাগে,মন ছুঁতে পারেনা। বহুদিন পর বোধ হল সেই বাংলার কথা,ওখানে রঙ গায়ে লাগেনা, মন রাঙায়। দিন সাতেক পরের কথা তল্পিতল্পা গুটিয়ে এই শুণ্যের হিসাব মিলিয়ে আবার পুরোনো সবুজ ঘনবসতি জ্যাম ভেজাল খাবার কোলাহলপূর্ণ ধুলাময় বাংলায় পা