ইচ্ছা ও চাহিদা

আসলে প্রাপ্তি চাহিদা নির্ভর....
অর্জন কখনো ইচ্ছা নির্ভর হয়না...
ইচ্ছা আপনার অনেক....
রাস্তায় হাঁটতে হাঁটতে একটা বাচ্চাকে আইস্ক্রিম খেতে দেখে আপনার ও আইসক্রিম খেতে ইচ্ছা হতে পারে নতুন  করে.... আপনার কাছে খুচরা টাকা নাই বলে আপনি খাননা... বা সীমিত টাকা আছে যা ফোনে উঠাতে হবে... আপনি কিন্তু আইসক্রিম খাবেন না.... অথচ আপনার কিন্তু ইচ্ছা ছিল... তবু পারলেন না... কেন জানেন??
আচ্ছা এবার দেখুন একটা রাস্তার অনাথ ছেলে যাকে আদর করে আমরা টোকাই বলে থাকি... তার যখন ক্ষুদা পায় হাতে কানা কড়ি ও নেই কিন্তু তার থাকার যায়গা নেই যাওয়ার যায়গা নেই তবুও দেখবেন সে কিন্তু ঠিক দুমুঠো খাবার জোগাড় করে ফেলেছে....ঠিকই খাচ্ছে...
অথচ আপনি পারলেন না আইসক্রিমটা খেতে আপনার কাছে টাকা থাকা স্বত্ত্বেও....
পার্থক্যটা ভেবে দেখেছেন???
অনেক সময় বাবা মা গালি দেয় অজপাড়া গাঁয়ের অমুক তমুক আজ স্কলারশিপ নিয়ে এত বিশাল কিছু করে ফেলেছে আর তুমি এত সুযোগ সুবিধা নিয়েও কিছু করতে পারলেনা!!!
গায়ে লাগে কথা গুলো?? কিন্তু কখনো ভেবে দেখেছেন কেন সে অজপাড়া গাঁয়েরছেলেটা স্কলারশিপ পেল???
কারন তার চাহিদা ছিল....আর আপনার ছিল ইচ্ছা... ইচ্ছা কখনো জেতেনা... জেতে চাহিদা...
আপনার যদি চাহিদা থাকে তো এই দুনিয়া আপনাকে ঢেলে সাজাবে নিজ হাতে... আর যদি ইচ্ছা থাকে তবে ডুবে থাকবেন স্বপ্নের ভাঙ্গা টুকরোগুলোর মাঝে.....

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আহবান

চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো......

ফরেস্ট গ্রিন