আহবান



                        

                             হঠাৎ দেখি দুচোখ মেলে
                             ছোট্ট মাঠে কে যে খেলে
                             একপা দুপা মিলিয়ে বেগে
                             রক্তবর্ণ কপোল, রেগে
                             রাঙ্গিয়ে তলার ভূমী
                             মিষ্টি একটা তুমি ।


                   আমি ছিলাম মাথার’পরে
                   ব্যস্তপদে ঘরে বাইরে
                   খানিক থেমে দেখেছি খেলা
                   ভর চৈত্র্যের দুপুরবেলা
                   ঠায় তাকিয়ে খেলা না কুলায়
আড় চোখে কেউ দৃষ্টি বুলায় ।  


হঠাৎ চোখেই আটকে গেলাম
না চাইতেও দেখলে পেলাম
অলীক কিছু কল্পফাঁদে
আটকে গেছি মায়ার বাঁধে



বাঁধ ছাড়িয়ে আসতে গিয়ে
অনেক কথা লুকিয়ে নিয়ে
কেমন করে অন্যকোণে
আটকে দিলে সন্তর্পণে ।



খুব বেশি তো চাইনি আমি
মুখ ফিরিয়েও নাওনি তুমি
ছোট্ট করে তুমি আমি তে
মিষ্টি একটা ‘আমরা’ হবে ???
খানিক থেমে মুখ লুকিয়ে
অচিন ভাষার গানের সুরে
বললে তুমি হতেই পারি
‘আমরা’ কথা মিষ্টি ভারি


সেই যে সেদিন ‘আমরা’ হলাম
চোখ বুজে এক ঘর সাজালাম
শক্ত খড়ের বদ্ধ দেওয়াল
দাড়িয়ে থাকুক সাত মহাকাল
আসতে আসতে চালা দেবো ক্ষণ
কুড়িয়ে বেড়াই বাঁশপাতা, ছন।


খরা, বন্যার হাজারও ঝড়
গত হয়েছে, টলেনি খড়
মাটি খুঁড়ে কোন আগুন পোকায়
ঘরে উঠে আজ ফেললো ধোকায়
                   ‘আমরা‘ টুকু নেতিয়ে গেলো
                   কতশত সব ধাঁধা বুনলো


                   দু’পা আটকে ধাঁধার জ্বালে
                   দূরে সরে গিয়ে কোন আড়ালে
                   মরছি ধুঁকে দুজন মিলেই
                   সব কি হারাবো হেসে খেলেই ??


                   অভিমানের পাহাড় পেরিয়ে
                   ছনের চালের চূড়ায় দাঁড়িয়ে
                   দেখছি আমি দুক্রোশ দূরে
                   অভিমানে যাচ্ছো পুড়ে
                   দুচোখ মুছে কানটা পাতো
                   দেখো আমি বৃষ্টিস্নাত,
                   শুনতে পাবে ডাকছি ঐ
                   আগুন পোকার ছাতি চিড়ে
                   চলোনা যাই ঘরে ফিরে
                   চলোনা আবার ‘ আমরা ‘ হই ??


মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো......

ফরেস্ট গ্রিন